fbpx
সারাদেশ

শেরপুরে ক্লিনিক মালিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা সভাপতি নিলু ও আব্দুল মান্নান সম্পাদক নির্বাচিত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুর উপজেলা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক মালিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ ফেব্রæয়ারি) বিকেলে শেরপুর সেটকম এগ্রো প্রোসেসিং লিমিটেডের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে মোস্তাফিজার রহমান নিলুকে সভাপতি, আব্দুল মান্নানকে সাধারণ সম্পাদক ও মহসিন আলীকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।
অত্র সংগঠনের সভাপতি মোস্তাফিজার রহমান নিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: ময়নুল ইসলাম, শেরপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, অত্র সংগঠনের উপদেষ্টা ডা: এএসএম শাহআলী, ডা: লুৎফুন নেছা, ডা: সামিউল হক, ডা: মহিদুল ইসলাম, ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার বগুড়া শাখার ইনচার্জ মো. ফরহাদ হোসেন, মাহবুব ক্লিনিকের পরিচালক মাহবুবুর রহমান, মডার্ন ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম, মডেল ক্লিনিকের পরিচালক রফিকুল ইসলাম মিন্টু, সমিতির যুগ্ম সম্পাদক আবু সাঈদ ফকির, কোষাধ্যক্ষ মহসিন আলী, সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বিগত তিন বছরের বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। পরে আলোচনা পর্যালোচনা শেষে প্রতিবেদনটি অনুমোদন করা হয়। শেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − three =

Back to top button
Close