শেরপুরে গৃহবধুকে অপহরণের অভিযোগে গ্রাম পুলিশ গ্রেফতার
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে দুই সন্তানের জননী এক গৃহবধুকে অপহরণের অভিযোগে এক গ্রাম পুলিশকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার(২৩) ফেব্রæয়ারী রাতে অভিযুক্ত গ্রাম পুলিশ ভুট্টু চন্দ্র (৪০) কে গ্রেফতার করে পুলিশ। সে উপজেলার বিশালপুর ইউনিয়নের দোয়ালসারা গ্রামের মৃত শুকলাল চন্দ্রের ছেলে এবং বিশালপুর ইউনিয়ন পরিষদে কর্মরত একজন গ্রাম পুলিশ। এ ঘটনায় ওই নারীর পিতা বাদী হয়ে শেরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সুত্রে জানা গেছে, গ্রাম পুলিশ ভুট্টু চন্দ্র দুই সন্তানের জননী ওই নারীকে ত্রাণের কার্ড পাইয়ে দেয়ার কথা বলে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। এরই ধারাবাহিকতায় সে তাকে শারীরিক সম্পর্কের জন্য কুপ্রস্তাব দেয়। ওই নারী এতে রাজি না হওয়ায় সে গত ১৯ জানুয়ারী সকালের দিকে তাকে সিএনজিযোগে অপহরণ করে নিয়ে যায়।
শেরপুর থানার উপ-পরিদর্শক সাইফ হোসেন জানান, ওই নারীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। অভিযুক্ত গ্রাম পুলিশকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।