দুপচাঁচিয়ার তালোড়ায় আ’লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডট কম (দুপচাঁচিয়া প্রতিনিধি আবু রায়হান) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী দুপচাঁচিয়ার তালোড়ায় আ’লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ মাগরিবে তালোড়া রেল ঘুমটি জামে মসজিদে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টে নিহত সকলের রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সদস্য আনোয়ার হোসেন, দুপচাঁচিয়া উপজেলা আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী তাজু, তালোড়া পৌর আ’লীগের সহসভাপতি আব্দুল হাই, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু রায়হান চৌধুরী, সহসম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মামুনুর রশিদ রাজু, সহসভাপতি শহিদুল ইসলাম, তালোড়া পৌর আ’লীগ নেতা মোজাফ্ফর হোসেন, তালোড়া পৌর যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান চৌধুরী রনি, সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, প্রচার সম্পাদক ছাব্বির আহম্মেদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওঃ আকরাম হোসেন।