শেরপুরে পৌর আওয়ামীলীগের তিনটি ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুর পৌর আওয়ামীলীগের তিনটি ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন হয়েছে। রবিবার (২৬ডিসেম্বর) সন্ধ্যারাতে শহরের উলীপুর আমেরিয়া সমতুল্যা মহিলা ফাজিল মাদ্রাসার সভাকক্ষে এসব সম্মেলনের আয়োজন করা হয়।
স্থানীয় আ.লীগ আব্দুল কাদের বাবলুর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার রহমান মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি, পৌর আওয়ামীলীগের সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক এড. রেজাউল করিম মজনু, আ.লীগ নেতা গোলাম হোসেন, জহুরুল ইসলাম জহু, স্বেচ্ছাসেবকলীগ নেতা রেজাউল করিম সিপ্লব, ছাত্রলীগ নেতা রনি সরকার প্রমূখ বক্তব্য রাখেন।
সম্মেলনে এক নম্বর ওয়ার্ডে মাসুদ রানা বকুল সভাপতি, গাজীউর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া দুই নম্বর ওয়ার্ডে বিপ্লব দত্ত সভাপতি আব্দুল গফুর সাধারণ সম্পাদক ও তিন নম্বর ওয়ার্ডে কমলেশ কর্মকার সভাপতি এবং রিপন দত্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।