শেরপুরে খানপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন তবিবর রহমানকে সভাপতি ও আব্দুল মজিদ সাধারণ সম্পাদক নির্বাচিত
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে খানপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের গোপন ভোটে মো. তবিবর রহমানকে সভাপতি ও আব্দুল মজিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আব্দুর রাজ্জাক। রোববার (২৬ডিসেম্বর) বিকেলে উপজেলার খানপুর ইউনিয়নের শৈল্যাপাড়া মাদ্রাসা মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়। খানপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক তবিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, বর্তমান সরকারের দুঃশাসনের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে। তাই দলকে আরও সুসংগঠিত শক্তিশালী করতে হবে। এজন্যই তৃণমুলের ত্যাগী নেতাকর্মীদের হাতে নেতৃত্ব দেওয়া হচ্ছে। বেগম জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে সরকারকে বাধ্য করতে হবে। আওয়ামীলীগ সরকারের সময় ফুরিয়ে এসেছে মন্তব্য করে বিএনপি নেতা লালু আরও বলেন, আন্দোলনের মাধ্যমেই ফ্যাসিস্ট এই সরকারের পতন ঘটবে। উক্ত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. মোশারফ হোসেন এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম, মো. খায়রুল বাশার, শেখ তাহা উদ্দিন নাইন, সহিদ উন নবী সালাম, মনিরুজ্জামান মনি, সাইদুজ্জামান শাকিল, বগুড়া জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম। এছাড়া অন্যদের মধ্যে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, শেরপুর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ¦ শফিকুল আলম তোতা, খানপুর ইউনিয়নের চেয়ারম্যান পিয়ার হোসেন পিয়ার, বিএনপি নেতা রফিকুল ইসলাম মিন্টু, আব্দুল হাই সিদ্দিকী হেলাল, পৌর বিএনপির আহবায়ক ইছাহাক আলী, উপজেলা মহিলা দলের নেত্রী নাসরিন আক্তার পুটি, যুবদল নেতা শফিকুল ইসলাম শফিক, মোস্তাফিজুর রহমান নিলু, আশরাফদৌল্লা মামুন, ইউনিয়ন বিএনপির নেতা আবু হানিফ প্রমূখ বক্তব্য রাখেন।