সর্বশেষ সংবাদ ::

পত্নীতলায় পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ (পবিস) এর ৮ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার পত্নীতলাস্থ নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রথমেই সদস্যগণের রেজিস্ট্রেশন, পারস্পরিক যোগাযোগ ও প্রর্দশনী স্টল পরিদর্শনের পর নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সমিতি বোর্ডের সভাপতি দিপক কুমার সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার শাহ্ মোঃ রাজ্জাকুর রহমান, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম (সদর-কারিগরী) সদর দপ্তর শাহিন কবির।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সমিতি বোর্ডের সহ-সভাপতি সৈয়দ আহম্মেদ সরকার, সচিব মোকলেছুর রহমান, কোষাধ্যক্ষ ছামছুল হক, এলাকা পরিচালক রিয়াজ উদ্দীন মন্ডল, হারুন-অর রশিদ, নজরুল ইসলাম, পরিচালক নাফিস আরা, আনজুমান আরা, মনোনীত এলাকা পরিচালক মিজানুর রহমান। এসময়  বাপবিবো নওগাঁর নির্বাহী প্রকৌশলী ময়নূল হাসান, এলাকা পরিচালক মহাদেবপুর নজরুল ইসলাম, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাঃসম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন, প্রো-বনো লইর্য়াস এসোসিয়েশন অব বাংলাদেশ ও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য চৌধুরী ব্রেলভীর, সাংবাদিক মিজনুর রহমান, আল-আমিন রহমান, সমিতির সকল ডিজিএম, এজিএম ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’এই মহতী স্বপ্ন ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা, কর্মচারীরা ‘আলোর ফেরিওয়ালা’ হয়ে ঘরে ঘরে বিদ্যুৎ সেবা প্রদান করেছেন। গ্রামাঞ্চলে বিদ্যুৎ সুবিধা পৌঁছানোর কারণে মানুষের জীবনমান সহজতর হয়েছে। তবে কিছু সংখ্যক অসাধু ব্যক্তি অবৈধভবে বিদ্যুৎ চুরির ফলে একদিকে গ্রাহক হয়রানির শিকার হচ্ছে অন্যদিকে সমিতি আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। গ্রাহক সদস্যগণকে ট্রান্সফর্মার চুরি রোধকল্পে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ করা হয়।
সভায় সভাপতি, সচিব, জেনারেল ম্যানেজার ও কোষাধ্যক্ষ নিজ নিজ বার্ষিক প্রতিবেদন পাঠ করেন। সভায় বিগত এক বছরে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধকারী বিভিন্ন পর্যায়ের গ্রাহকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Check Also

২০ বছর পর একসঙ্গে গাইলেন শওকত আলী ইমন ও আঁখি আলমগীর

বগুড়া সংবাদ : শওকত আলী ইমন ও আঁখি আলমগীর বাংলা সঙ্গীতের আকাশে জ্বলজ্বলে দুই তারা। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *