সোনাতলায় মৎস্য চাষীদের অভিজ্ঞতা বিনিময় ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডট কম (সোনাতলা সংবাদদাতা মোশাররফ হোসেন) : এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২,প্রজেক্ট (এনএটিপি-২) মৎস্য অধিদপ্তরের আওতায় বগুড়ার সোনাতলায় মৎস্য দপ্তরের উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে সিআইজি নন সিআইজি মৎস্য চাষীদের অভিজ্ঞতা বিনিময় ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বেলা ১২টায় উপজেলার দিগদাইড় ইউনিয়নের হারিয়াকান্দি গ্রামের ছারোয়ার জাহান মিন্টু মন্ডলের বাড়ির উঠানে কর্মশালা অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা মৎস্য কর্মকর্তা তোফাজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ আবু সাঈদ মোঃ রাশেদুল হক। এ সময় আরো বক্তব্য দেন এনএটিপি প্রকল্প পরিচালক মনিরুজ্জামান,উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.মিনহাদুজ্জামান লীটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক,মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল হান্নান, মৎস্য খামারি নূরুল ইসলাম ও সিদ্দিক হোসেন মাস্টার। উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক হাসান ফেরদৌস সরকার, এনএটিপি প্রকল্পের সিনিয়র সহকারী পরিচালক মহসিন আলী, মৎস্য অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় সহকারী পরিচালক শাহিনুর রহমান,কাহালু উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইরিনা মৌসুমী ও সোনাতলার দিগদাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী তৈয়ব শামীমসহ অনেকে।