কাহালুতে ৭ জুয়াড়ি আটক
কাহালু (বগুড়া) প্রতিনিধি এম এ মতিনঃ বগুড়ার কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আমবার হোসেন এর দিক-নির্দেশনায় থানার এস আই নজমুল হক, মহিউদ্দিন, আল আমিন, মুকুল চন্দ্র বর্মন এবং এ এস আই প্রদীপ কুমার সাহা ও আরোজ আলী সঙ্গীয় ফোর্স সহ বৃহস্পতিবার বিকেলে কাহালু বীরকেদার ইউনিয়নের নগরনদী উপর জিন্নাহ পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে আটক করেছেন থানা পুলিশ। আটককৃত জুয়াড়িরা হলেন কাহালু উপজেলার পুগইল গ্রামের ছহির উদ্দিনের পুত্র নুরুল ইসলাম (৫৫), একই উপজেলার দেওগ্রামের মৃত কাজিম উদ্দিনের পুত্র ফজলুর রহমান (৪৫), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ঝিগ্রাইল গ্রামের মৃত জয়েন উদ্দিনের পুত্র আব্দুল জলিল ওরফে মকো (৪৮), গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার জামালপুর গ্রামের মৃত মছির উদ্দিনের পুত্র শাহ আলম (৫৫), জয়পুরহাট জেলার কালাই উপজেলার তেলিহার গ্রামের ইব্রাহিম মন্ডলের পুত্র রফিকুল ইসলাম ((৩৫), একই উপজেলার মাত্রাই গ্রামের মৃত অজেম উদ্দিনের পুত্র রফিকুল ইসলাম (৬২) ও বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কাটপাড়া গ্রামের মফিজ উদ্দিনের পুত্র মাজেদুর রহমান (৫৫)। কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আমবার হোসেন জানান, তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।