আদমদীঘিতে তরুণের ট্রেনে কাটা লাশ উদ্ধার
বগুড়া সংবাদ ডট কম (আদমদীঘি প্রতিনিধি সাগর খান) : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহরের সুজিত গেট সংলগ্ন এলাকা থেকে শুক্রবার দুপুরে আসলাম হোসেন (১৭) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে বগুড়ার রেলওয়ে জিআরপি পুলিশ। আসলাম হোসেন জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার চন্দনপাল গ্রামের আব্দুস সালামের ছেলে। এ ঘটনায় রেলওয়ে বোনারপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় গ্রামবাসি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতের কোন এক সময় ওই যুবকের মৃত্যুর ঘটনা ঘটে। সকালে সান্তাহার শহরের সুজিত গেট সংলগ্ন বড় আখিড়া গ্রাম এলাকায় রেল লাইনের পাশে আসলাম হোসেনের ছিন্নভিন্ন লাশ দেখতে পেয়ে স্থানীয় জনগন বগুড়া রেলওয়ে জিআরপি পুলিশকে সংবাদ দেয়। খবর পেয়ে পুলিশ শুক্রবার দুপুরে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে বগুড়া ফাঁড়িতে নিয়ে যায়। বগুড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. কায়কোবাদ জানান, নিহত তরুনের নিকট থাকা পরিচয় পত্র দেখে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর পরিবারের সদস্যদের সংবাদ দেয়া হয়েছে। তিনি বলেন, লাশ ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।