দুপচাচিঁয়াবগুড়া জেলার সংবাদ
দুপচাঁচিয়ায় পিক-আপের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি আবু রায়হানঃ বগুড়ার দুপচাঁচিয়ায় মুরগী বহনকারী পিক-আপের ধাক্কায় নজারত সরদার(৯০) নামের এক বৃদ্ধের মুত্য হয়েছে। নিহত নজারত মর্তুজাপুর গ্রামের মৃত আদল সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুর ১.৪০মিনিটে দুপচাঁচিয়া থেকে আক্কেলপুরগামী একটি মুরগী বহনকারী পিক-আপ দ্রুত গতিতে যাবার সময় ওই বৃদ্ধা রাস্তা পার হতে চাইলে পিক-আপটি তাকে স্বজোরে ধাক্কা দেয়। এসময় তিনি পিক-আপের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। ঘাতক পিক-আপটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী বলেন, ওই বৃদ্ধের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পরিবারের নিকট তার লাশ হস্তান্তর করা হয়েছে।