বগুড়া জেলার সংবাদবগুড়া সদর
বগুড়ায় স্বেচ্ছাসেবী ১২৯ টি প্রতিষ্টানকে সমাজ কল্যাণ পরিষদের অনুদান বিতরণ
বগুড়ায় জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে ১২৯টি স্বেচ্ছাসেবী প্রতিষ্টানকে ২৬ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বগুড়ার জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক মঙ্গলবার দুপুরে এসব চেক বিতরণ করেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাজসেবা বগুড়া জেলা কার্যালয় এই চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। এসময় উপস্থিত ছিলেন, সমাজসেবা বগুড়ার উপ-পরিচালক আবু সাইদ মো:কাওছার রহমান। বগুড়ার জেলা প্রশাসক বলেন, সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকে মানুষের উন্নয়নে কাজ করতে হবে। তিনি আরো বলেন, বিবেকের দায়বদ্ধতা নিয়ে সকলকে কাজ করতে হবে।