জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে দুপচাঁচিয়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি আবু রায়হানঃ ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের ব্যবস্থাপনায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা মৎস্য অফিসারের কক্ষে মৎস্য অফিসার মোকছেদ আলী প্রামানিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, সহসভাপতি শহীদুর রহমান, সাধারণ সম্পাদক আবু কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক এম,ডি শিমুল, কোষাধ্যক্ষ অরবিন্দ কুমার দাস, সাংগঠনিক সম্পাদক মোসফিকুর রহমান সবুজ, দপ্তর সম্পাদক উজ্জল চক্রবর্তী শিশির, প্রচার সম্পাদক আবু রায়হান চৌধুরী, সদস্য আজিজুল হক, আরিফুর রহমান, সেলিম রেজা, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কেএম বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক সাজু মন্ডল, ফিরোজ হোসেন, অর্থ সম্পাদক রমেন পোদ্দার, সাহিত্য সম্পাদক মতিউর রহমান দেওয়ান পলাশ, দপ্তর সম্পাদক এটিএম সামাদ কোব্বাদ, সদস্য অসীম কুমার দাস, দুলাল বসাক প্রমুখ। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা মৎস্য দপ্তর সাতদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী ঘোষণা করেছেন। কর্মসূচীর মধ্য রয়েছে মাইকিং, ব্যানার ফেসটুনের মাধ্যমে প্রচারনা, জলাশয়ে পোনামাছ অবমুক্ত করণ, প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের নিয়ে আলোচনা, বিভিন্ন এলাকায় মৎস্য চাষীদের মৎস্য চাষ বিষয়ে পরামর্শ প্রদান, বিভিন্ন উপকরণ বিতরণ ও শেষ দিনে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের মতবিনিময় এবং মৎস্য সপ্তাহের সমাপনী ঘোষণা।