বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে কাহালু সদর ইউনিয়নে বৃক্ষরোপন
কাহালু (বগুড়া) প্রতিনিধি এম এ মতিনঃ “আসুন বৃক্ষরোপন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে বগুড়ার কাহালু সদর ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির উদ্যোগে ও লাইট হাউস এর সার্বিক সহযোগিতায় বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়।
উক্ত বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা যুবলীগের সভাপতি, কাহালু সদর ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সভাপতি ও অত্র ইউনিয়নের চেয়ারম্যান সহকারি অধ্যাপক পি এম বেলাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা লিগ্যাল এইড এর কো-অডিনেটর (দায়িত্বপ্রাপ্ত) ছালমা খাতুন, ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্য ও তেলিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আরাবিয়া খাতুন, সদস্য ও ইউ পি সদস্য নবীন চন্দ্র প্রামানিক, মাকছুদুর রহমান বাবুল, কোহিনুর বেগম, শেফালী বেগম সহ ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও অত্র এলাকার গণ্যমাান্য ব্যক্তিবর্গ।