দুপচাঁচিয়ায় নকল স্বর্ণের মূর্তি সহ দুই প্রতারক আটক
দুপচাঁচিয়া প্রতিনিধি আবু রায়হানঃ গোপন সংবাদের ভিত্তিতে র্যাব- ১২ বগুড়া এর একটি টহল টিম অভিযান চালিয়ে গত বুধবার বিকেলে দুপচাঁচিয়ায় নকল স্বর্ণের গণেশ মূর্তি সহ দুইজনকে আটক করেছে। আটককৃতরা হলেন উপজেলার সাজাপুর গ্রামের মৃত হবিবুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম (৪৮) ও একই গ্রামের মৃত আব্দুর রহিম প্রামাণিকের ছেলে রেজাউল প্রামানিক (৫০)। এ ঘটনায় র্যাব-১২ বগুড়ার নায়েবে সুবেদার রাজু আহম্মেদ বাদী হয়ে ওইদিন রাতে দুপচাঁচিয়া থানায় একটি প্রতারনা মামলা দায়ের করেছেন।
থানা সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তিরা প্রতারণার উদ্দেশ্যে নকল স্বর্ণের মূর্তি নিয়ে উপজেলার হরিণগাডী মন্ডলপাড়া এলাকায় অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ বগুড়ার টহল টিম অভিযান চালিয়ে নকল স্বর্ণের গণেশ মূর্তি সহ তাদেরকে আটক করে। অপরদিকে একই দিন দুপচাঁচিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মন্টু প্রামানিককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত মন্টু প্রামানিক উপজেলার আটুইল গ্রামের মৃত খালেক প্রামানিকের ছেলে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী জানান, র্যাব-১২ বগুড়া নকল স্বর্ণের পুতুল সহ দুইজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। গ্রেপ্তারকৃত প্রতারকদ্বয় ও মাদক ব্যবসায়ীকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।