দুপচাচিঁয়াবগুড়া জেলার সংবাদ
দুপচাঁচিয়ায় অবৈধ করাতকলে অভিযান ॥ ২টি করাতকল সীলগালা
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি আবু রায়হানঃ বিভাগীয় বনকর্মকর্তা সামাজিক বনবিভাগ বগুড়া ড. মোহাঃ আব্দুল আউয়াল এর নির্দেশে অবৈধ করাতকল বন্ধের অভিযান পরিচালনার অংশ হিসাবে বুধবার দুপুরে দুপচাঁচিয়া সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে বৈধ কাগজপত্র না থাকায় দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগর এলাকার সাহারা ছ’মি ও আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম এলাকার সালাম ছ’মিল বন্ধ করে তা সীলগালা করা হয়। এসময় উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তারুজ্জামান, আদমদীঘি উপজেলা ভারপ্রাপ্ত বনকর্মকর্তা সামছুল আলম, ওয়াচার এনামুল হক, বাগান মালী আব্দুল ওহেদ শেখ।