শাজাহানপুরে ইয়াবাসহ কুখ্যাত দুই মাদক কারবারি গ্রেপ্তার
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি জিয়াউর রহমানঃ বগুড়ার শাজাহানপুরে পৃথক অভিযান চালিয়ে ৩১ পিচ ইয়াবাসহ কুখ্যাত দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের জোকা মন্ডলপাড়ার মৃত রমজান আলী মোল্লার ছেলে রবিউল ইসলাম ভোট (৫৬) এবং একই উপজেলার আমরুল ইউনিয়নের মাড়িয়া উত্তরপাড়ার গোলাম রহমানের ছেলে মোহাম্মাদ আলী (৩৬)।
বুধবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার জোকা মন্ডলপাড়া এলাকায় দুই ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্যেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে অভিযান চালিয়ে ১৬ পিচ ইয়াবাসহ রবিউল ইসলাম ভোটকে গ্রেপ্তার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রবিউল ইসলাম ভোটের ছেলে সবুজ মিয়া পালিয়ে যায়। এর আগে রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার মাড়িয়া উত্তরপাড়ায় অভিযান চালিয়ে মোহাম্মাদ আলী নামে অপর এক মাদক ব্যবসায়ীকে ১৫ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রবিউল ইসলাম ভোট ও তার ছেলে সবুজ মিয়ার বিরুদ্ধে শাজাহানপুর থানাসহ জেলার বিভিন্ন থানায় মোট ১৫টি মাদক মামলা রয়েছে। এছাড়া মোহাম্মাদ আলীর বিরুদ্ধে শাজাহানপুর থানায় ৫টি মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতরা এর আগে বহুবার মাদকসহ গ্রেপ্তার হয়েছে।
শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারকৃতরা কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত। মামলা দায়ের শেষে গ্রেপ্তারকৃতদেরকে আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।