কাহালু উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
কাহালু প্রতিনিধি এম এ মতিনঃ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে মঙ্গলবার বিকেলে বগুড়ার কাহালুর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা বিএনপির আহবায়ক ও বীরকেদার ইউ পি চেয়ারম্যান মো. ছেলিম উদ্দিন।
কাহালু উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. নেছার উদ্দিনের সঞ্চালনায় উক্ত প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন বিএনপিনেতা ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, পৌর বিএনপির আহবায়ক ও পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন বাদল, বিএনপিনেতা কাজী আব্দুর রশিদ, ফরিদুর রহমান ফরিদ, আনিছার রহমান, তোফাজ্জল হোসেন আজাদ, ফরিদ উদ্দিন ফকির, আব্দুল হান্নান, জিল্লুর রহমান মিন্টু, আলহাজ্ব আব্দুল করিম, কোরবান আলী, আব্দুর রশিদ, মুনসুর আলী, আলমগীর আলম কামাল, আব্দুর সবুর খান, মাকছুদুর রহমান মুঞ্জু, আব্দুর রশিদ উজ্জল, আবু তালেব সাকি, আলমগীর হোসেন, আব্দুল বারী, শফিক তালুকদার সহ উপজেলা ও পৌর বিএনপির বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।