দুপচাচিঁয়াবগুড়া জেলার সংবাদ
দুপচাঁচিয়ায় পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশু মাহিনের মৃত্যু
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি আবু রায়হানঃ দুপচাঁচিয়ায় পুকুরের পানিতে ডুবে মাহিন ইসলাম(৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার তালোড়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের বজলুর রহমানের ছেলে। গত সোমবার বিকালে এ ঘটনাটি ঘটেছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন বেলা ১১ টার দিকে মাহিন তার বড় ভাই রকিবুলের সঙ্গে খেলতে যায়। বড় ভাই রকিবুল খেলতে ব্যস্ত থাকায় সকলের অগোচরে মাহিন নিকটবর্তী একটি পুকুরে পড়ে যায়। খেলা শেষে বড় ভাই রকিবুল মাহিনকে না পেয়ে অনেক খোঁজা-খুজির এক পর্যায়ে ওই পুকুরে নেমে মাহিনকে জলের নীচে মৃত্যু অবস্থায় পাওয়া যায়। অবুঝ শিশু মাহিনের মৃত্যুতে ওই পরিবার সহ গ্রামে শোকের ছায়া নেমে আসে।