বগুড়ায় রাজশাহী রেঞ্জ আন্ত:জেলা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করলেন ডিআইজি বাতেন
৭-১ গোলে রাজশাহীকে পরাজিত করে চ্যাম্পিয়ন বগুড়া
সঞ্জু রায় : বগুড়ায় রবিবার দুপুরে পুলিশ লাইন্স মাঠে এক উৎসবমুখর পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে রাজশাহী রেঞ্জ আন্ত:জেলা ফুটবল টুর্ণামেন্ট-২০২১ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে টুর্ণামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আব্দুল বাতেন বিপিএম, পিপিএম।
বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম (সেবা) এর সভাপতিত্বে টুর্ণামেন্টের উদ্বোধনী বক্তব্যে ডিআইজি বাতেন বলেন, যেকোন অবস্থান থেকে যেকোন বয়সে ক্রীড়াঙ্গণে অংশগ্রহণ একটি ভাল সিদ্ধান্ত যার মাধ্যমে কর্মউদ্দীপনা এবং সতেজ হওয়া যায়। তিনি নিজেও একজন ক্রীড়াঙ্গণের মানুষ তাই ইতিবাচক ক্রীড়াঙ্গণে অংশগ্রহণের লক্ষ্যে তিনি পুলিশ সদস্যদেরও আহ্বান জানান। সেই সাথে টুর্ণামেন্টে অংশগ্রহণকারী সকল খেলোয়ারদের তিনি শুভ কামনা জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের পুলিশ সুপার মুন্সী শাহাবুদ্দীন, পিবিআই বগুড়ার পুলিশ সুপার মো: আকরামুল হোসেন, সিআইডি বগুড়ার পুলিশ সুপার মোহাম্মদ কাউছার শিকদার, ইন-সার্ভিস বগুড়ার পুলিশ সুপার বেলাল হোসেন এবং জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা। এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার যথাক্রমে আলী হায়দার চৌধুরী (প্রশাসন), আব্দুর রশিদ (অপরাধ), মোতাহার হোসেন (ডিএসবি), রফিকুল আলম (ইন-সার্ভিস), ফয়সাল মাহমুদ (সদর সার্কেল এবং জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র), হেলেনা আক্তার (সদর), সিনিয়র এএসপি রাজিউর রহমান (নন্দীগ্রাম সার্কেল), বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা, ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। উদ্বোধনী উত্তেজণাপূর্ণ ও জাঁকজমক ম্যাচে বগুড়া জেলা পুলিশ দল ৭-১ গোলে রাজশাহী জেলা পুলিশ দল কে পরাজিত করে। উল্লেখ্য, উক্ত টুর্ণামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করবে দলগুলো যথাক্রমে: বগুড়া, রাজশাহী, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট ও আরআরএফ রাজশাহী।