গ্রেনেড হামলা দিবস উপলক্ষে দুপচাঁচিয়ায় ছাত্রলীগ নেতা সৌরভের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত
দুপচাঁচিয়া প্রতিনিধি আবু রায়হানঃ ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে দুপচাঁচিয়ায় ছাত্রলীগ নেতা সোলাইমান প্রাং সৌরভ এর ব্যক্তিগত উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বাদ যোহর সরদারপাড়া এলাকায় নির্মানাধীন একটি বাড়ির ছাদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুস সবুর খন্দকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউসুফ আলী খান আঙ্গুর, সহসভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাবলা সরদার, উপদপ্তর সম্পাদক মেহেদী হাসান, স্বেচ্ছাসেবকলীগ নেতা রিপন, সৌরভ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এসএম আসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুজন আলী, পৌর ছাত্রলীগের আহবায়ক জাহিদ হাসান সৃষ্টি, ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম মুন্না, রিমন রহমান, রতন শেখ, ইমরান হোসেন, শাকিল হোসেন, খাইরুল ইসলাম, রতন আলী প্রমুখ। এদিন দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৭৫সালের ১৫আগস্ট নিহত সকলের এবং ২১আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মুফতি ওয়াসিম আহমদ।