দুপচাচিঁয়াবগুড়া জেলার সংবাদ
দুপচাঁচিয়ায় র্যাবের অভিযানে ৩৮০পিচ ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধি আবু রায়হানঃ র্যাব-১২ বগুড়ার একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুপচাঁচিয়ার গোবিন্দপুর ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকা থেকে শুক্রবার বিকালে ৩৮০পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলেন সদরের পালপাড়া মহল্লার মৃত জয়দেব চন্দ্র পালের ছেলে রনি কুমার পাল(২১) ও সদর ইউনিয়নের তারাজুন গ্রামের মৃত আব্দুর সোবানের ছেলে রাসেল আহম্মেদ(২১)। সন্ধ্যায় র্যাব-১২ গ্রেপ্তারকৃতদের দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করেন। এ ঘটনায় র্যাব-১২ বগুড়ার নায়েব সুবেদার আখতারুজ্জামান বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী জানান, রাবের হাতে গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩৬(১) মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।