আদমদীঘিতে শেখ কামালের জন্মদিন পালিত
আদমদীঘি প্রতিনিধি সাগর খানঃ বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বিশিষ্ঠ ক্রীড়াবিদ, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মদিন পালন করা হয়েছে। দিবসটি পালনকল্পে বৃহস্প্রতিবার সকাল ১০টায় শেখ কামালের প্রতিকৃতিত্বে মাল্যদান ও দোয়া মাহফিল শেষে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোমেনুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন প্রমুখ। এছাড়া দিবসটি পালন কল্পে আদমদীঘি সদর ইউনিয়ন আ’লীগের আয়োজনে সকালে আদমদীঘিস্থ দলীয় কার্যালয়ে শেখ কামালের প্রতিকৃতিত্বে মাল্যদান ও বাদ যোহর বাবা আদম (রহঃ) কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন, সদর ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, ইউনিয়ন আঃলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসাইন, ছাত্রলীগ নেতা আরেফিন খান তনু, রিফাদ হোসেন সহ নের্তবৃন্দ।