লায়ন্স ক্লাব অব সিরাজগঞ্জ যমুনা’র যাত্রা শুরু
আন্তর্জাতিক সেবাধর্মী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাব ৩১৫ অন্তর্ভুক্ত সিরাজগঞ্জ যমুনা’র ২০২১-২০২২ কমিটি অনুমোদন লাভ করেছে। জেলা গভর্নর লায়ন জালাল আহমেদ এমজেএফ এর আহ্বানে ‘ভালোবাসি দেশকে, সেবা করি মানুষকে’ প্রত্যেয়ে লায়ন্স ক্লাব অব সিরাজগঞ্জ যমুনা’র যাত্রা শুরু হয়েছে।
নবগঠিত কমিটিতে লায়ন মাসউদ করিম চার্টার প্রেসিডেন্ট, লায়ন শাহীন আক্তার সেক্রেটারি এবং লায়ন জাহিদুল ইসলাম ট্রেজারার পদে নির্বাচিত হয়েছে। এছাড়াও লায়ন হাসানুর রহমান ফাস্ট ভাইস প্রেসিডেন্ট, লায়ন বুলবুল আহমেদ সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট এবং লায়ন আসাদুজ্জামান থার্ড ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। বোর্ড অব ডিরেক্টরস নির্বাচিত হন লায়ন প্রকৌশলী আবু রায়হান, লায়ন প্রকৌশলী মোশারফ হোসেন, লায়ন প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান, লায়ন সাব্বির আহমেদ তামিম, লায়ন ইকবাল হোসেন রাজু, লায়ন আব্দুল আজিজ, লায়ন ডাঃ মেরাজুল ইসলাম শেখ এবং লায়ন আসমা আক্তার। কমিটির সদস্যগণ হলেন লায়ন মোহাম্মদ আলী জিন্নাহ , লায়ন মোঃ মোস্তফিজুর রহমান, লায়ন রফিকুল ইসলাম, লায়ন বেলাল হোসেন, লায়ন লিয়াকত আলী এবং লায়ন সাইদা নাসরিন।
মঙ্গলবার রাতে লায়ন্স ক্লাব অব সিরাজগঞ্জ যমুনা’র নব-নির্বাচিত চার্টার প্রেসিডেন্ট মাসউদ করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই নবযাত্রার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। লায়ন্স ক্লাব অব সিরাজগঞ্জ যমুনা’ও এই নবযাত্রায় নবগঠিত নেতৃবৃন্দদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয় লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫ অ২ এর গভর্নর লায়ন জালাল আহমেদ এমজেএফ, ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর প্রকৌশলী আব্দুল ওয়াহাব এমজেএফ, সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন ডঃ বশির উল্ল্যাহ, কেবিনেট সেক্রেটারি মহসিন ইমাম চৌধুরী পিএমজেফ, জিএসটি কো-অর্ডিনেটর লায়ন আনিসুর রহমান এমজেএফ, জিএসটি কো -অর্ডিনেটর লায়ন কামরুল হাসান এমজেএফ, লায়ন মঞ্জুর কাদের, কো-অর্ডিনেটর, রাজশাহী বিভাগ, লায়ন দেবদুলাল দাস, প্রেসিডেন্ট সংশপ্তক, বগুড়া, লায়ন রাকিব হোসেন, সেক্রেটারি সংশপ্তক বগুড়া, স্পন্সরঃ লায়ন্স ক্লাব অব বগুড়া মহাস্থান, গাইড লাইন, লায়ন মোঃ আতিকুর রহমান মিঠু, প্রেসিডেন্ট ও রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার। খবর বিজ্ঞপ্তির