বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন
সঞ্জু রায়: জাতীয় শিশু-কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়ায় মঙ্গলবার সকালে সংগঠনের জেলা শাখার উদ্যোগে বগুড়া জেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে।
বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা শাখার সভাপতি গৌতম কুমার দাসের সভাপতিত্বে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদনকালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এ্যাড: মন্তেজার রহমান মন্টু, এ.বি.এম জিয়াউল হক বাবলা, সহ-সভাপতি জিএম পারভেজ ড্যারিন, এ্যাড: ফখরুল আহসান, সাধারণ সম্পাদক গৌরাঙ্গ দাস, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী শান্ত, প্রচার সম্পাদক মোঃ শাহ কামাল (রায়হান), বগুড়া সদর উপজেলার সদস্য সচিব সঙ্গীত পরিচালক আসাদ হোসেন, বগুড়া পৌর শাখার সদস্য হাসিবুল হাসন, সাদমান সাকিব, আল মাহমুদ ও রাজিউল ইসলাম প্রমুখ। পুষ্পস্তবক অর্পন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পাঠ ও ১ মিনিটের নিরবতা পালন করা হয়। করোনাকালে স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে এইবছর শুধুমাত্র জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমেই বগুড়ায় সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান সমাপ্ত করা হয়েছে।