শাজাহানপুরে অচল রাস্তা সচল করলো একদল স্বেচ্ছাসেবী
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি জিয়াউর রহমানঃ বগুড়ার শাজাহানপুর উপজেলার জামাদার পুকুর – গাড়িদহ পাকা রাস্তার বেহাল অবস্থা। চলমান বর্ষায় খানা-খন্দক আর কাদাপানিতে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে রাস্তাটি। পোয়ালগাছা এবং বেড়াগাড়ী নামক এলাকায় রাস্তাটিতে বড় আকারের গর্ত হওয়ায় যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। সমস্যা সমাধানে কেউ এগিয়ে না আসায় উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলী ইমাম ইনোকী’র ব্যক্তিগত অর্থায়নে একদল যুবক স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে শনিবার দুপুরে বেড়াগাড়ী এলাকায় রাস্তাটির নষ্ট হওয়া অংশ সংস্কার করে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল করিম, তাজনুর রহমান শাহীন, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর হোসেন, ওয়ার্ড যুবলীগ সভাপতি আব্দুল মতিন, আওয়ামী লীগ নেতা তসলিম উদ্দিন, যুবলীগ নেতা নাদিম, হেবজুল, রাকিব, সাফাত আলী প্রমুখ।