সানু আহ্বায়ক ও পরিমল সদস্য সচিব
বগুড়া রাজাবাজার আড়ৎদার ও সাধারণ ব্যবসায়ী সমিতির আহ্বায়ক কমিটি গঠন
সঞ্জু রায়, স্টাফ রিপোর্টার: বগুড়া রাজাবাজার আড়ৎদার ও সাধারণ ব্যবসায়ী সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকালে রাজাবাজারে সমিতির নিজস্ব কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত এক সভায় সেলিম রেজা সানুকে আহ্বায়ক ও পরিমল প্রসাদ রাজকে সদস্য সচিব করে ৬ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
সমিতির উপদেষ্টা আলহাজ আব্দুল গফুর এর আহ্বানে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন সমিতির আরেক উপদেষ্টা খালেদ খান এলান। সভায় রাজাবাজার আড়ৎদার ও সাধারণ ব্যবসায়ী সমিতির মেয়াদ শেষ হওয়ায় পুরোনো কমিটি ভেঙ্গে দেয়া হয় এবং করোনার কারনে নির্বাচন দেয়া না যাওয়ায় নতুন করে উক্ত আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম আহবায়ক মদন প্রসাদ সাহা, সদস্য হুমায়ন কবির, আমিনুল ইসলাম বাতেন ও মানিক মিয়া। এ প্রসঙ্গে নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও পূর্বের পূর্ণাঙ্গ কমিটির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ বলেন, কোভিড-১৯ এর কারণে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতির কারণে বর্তমানে সমিতির নির্বাচন করা সম্ভব নয়। পুরোনো কমিটির সভাপতি সদ্য ইন্তেকাল করেছেন এবং একই সাথে কমিটির ৩ বছর মেয়াদও উর্ত্তীণ হয়েছে। তাই গঠনতন্ত্র অনুযায়ী ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে বর্তমানে এই আহ্বায়ক কমিটিই দায়িত্ব পালন করবে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় নির্বাচন অনুষ্ঠিত হবে মর্মে জানান এই ব্যবসায়ী নেতা।