দুপচাঁচিয়ায় র্যাব ও পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ১৬
দুপচাঁচিয়া সংবাদদাতা আবু রায়হানঃ র্যাব-১২ বগুড়ার একটি টিম শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মেইল বাসস্ট্যান্ড শহীদ শাহীনুর রহমান স্মৃতি সংঘে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ১২জন জুয়াড়ুকে আটক করেছে। আটককৃতরা হলেন পৌর এলাকার মহলদারপাড়া মহল্লার সোহেল হোসাইন(২৪), সেলিম হোসেন(১৯), মারুফুল ইসলাম(১৯), ওমর ফারুক(১৯), লিটন হোসেন(২৪), নাহিদ প্রামানিক(১৯), এসএম কামরুল হাসান(২০), রোকুনুজ্জামান(৩২), রাব্বি হাসান(১৯), মন্ডলপাড়া মহল্লার আল-ইমরান(২৩), উত্তর মন্ডলপাড়ার মনিরুল ইসলাম(২৫) ও রাজশাহীর বাগড়মারা থানার মাধাইমুড়ি গ্রামের আলমগীর হোসেন মিলন(২৪)। আটককৃতদের গতকাল শনিবার দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করেন এবং র্যাব-১২ বগুড়ার নায়েব সুবেদার রাজু আহম্মেদ বাদী হয়ে তাদের বিরুদ্ধে জুয়া আইনে একটি মামলা দায়ের করেন। এছাড়াও দুপচাঁচিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তারী পরোয়ানামূলে ধাপসুখানগাড়ী গ্রামের নুরু ইসলাম, নিয়মিত মামলায় মাষ্টারপাড়া মহল্লার আব্দুস সালাম(৫৫) ও তার স্ত্রী জাকিয়া বেগম(২৮) এবং ১০০’শ গ্রাম গাঁজা সহ উপজেলার পশ্চিম আটগ্রামের মোমিন চৌধুরী(২৫)।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী জানান, র্যাব-১২ এর অভিযানে ১২জন ও পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃত ৪জন সহ ১৬জনকে গতকাল শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।