শাজাহানপুরে হেরোইন সহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি জিয়াউর রহমানঃ বগুড়ার শাজাহানপুরে ১০০ গ্রাম হেরোইনসহ মৌসুমী আক্তার (২৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ডেমাজানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারি মৌসুমী আক্তার উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর পন্ডিতপাড়ার মাদক সম্রাট আফতাব হোসেন ওরফে পেতারের মেয়ে।
এসআই শামীম হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডেমাজানী বাজার এলাকা থেকে ১০০ গ্রাম মাদক সহ মৌসুমী আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। মৌসুমীর বাবা আফতাব হোসেন পেতার একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তাদের পরিবারের সবাই মাদক ব্যবসার সাথে জড়িত। এর আগেও ওই পরিবারের একাধিক সদস্যকে মাদক সহ গ্রেপ্তার করে আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, ওই পরিবারের কারণে এলাকার যুব সমাজ ধংশ হয়ে যাচ্ছে। গ্রেপ্তারের পর জামিনে বের হয়ে এসে আবারো মাদক ব্যবসা শুরু করে তারা। তাদেরকে কঠোর হস্তে দমন করতে না পারলে এলাকার যুব সমাজ ধংশ হয়ে যাবে।
শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজাতে পাঠিয়ে দেয়া হয়েছে।