কাহালুবগুড়া জেলার সংবাদ
কাহালুতে ও এম এস এর চাল বিতরণের উদ্বোধন করলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট
কাহালু প্রতিনিধি এম এ মতিনঃ রোববার সকালে বগুড়ার কাহালু পৌরসভার চারমাথাস্থ ডিলারের কার্যালয়ে হতদরিদ্রদের জন্য স্বল্প মুল্যে খাদ্য শস্য ও এম এস এর চাল বিতরণের উদ্বোধন করলেন বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সালাহ্ উদ্দিন আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পরিতোষ কুমার কুন্ডু, কাহালু এল এস ডির ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, ডিলার মোহাম্মাাদ আলী প্রমূখ। এছাড়াও কাহালু পৌরসভার আরও ২টি স্থানে ও এম এস এর চাল বিতরণের উদ্বোধন করা হয়। উল্লেখ্য যে, প্রতিটি ডিলার প্রতিদিন বিক্রয়ের জন্য পাবে দেড় টন চাল ও এক টন আটা।