শাজাহানপুরে ইউপি চেয়ারম্যান সহ দুইজন ডেঙ্গুতে আক্রান্ত
বগুড়া সংবাদ ডট কম (শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান) :বগুড়ার শাজাহানপুর উপজেলায় মাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আতিকুর রহমান সহ দুইজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। অপরজন হলেন উপজেলার চোপীনগর ইউনিয়নের কামারপাড়া গ্রামের আবুল কালাম আজাদের পুত্র কওমী মাদ্রাসার ছাত্র রিফাত (১৮) ডেঙ্গু আক্রান্ত ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান বগুড়া শহরের ইসলামী হাসপাতালে এবং মাদ্রাসা ছাত্র রিফাত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। আতিকুর রহমানের ভাই নাজিম জানান, ঈদের দিন রাতে বগুড়া শহরের ইবনে সিনা হাসপাতালে রক্ত পরিক্ষা করে ডেঙ্গু আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয়ে ওই রাতেই ইসলামী হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধিন রয়েছেন ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান। খবর পেয়ে উপজেলা বিএনপির আহবায়ক আবুল বাশার দলীয় নেতা-কর্মীদের নিয়ে হাসপাতালে গিয়ে ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা আতিকুর রহমানের খোঁজ-খবর নেন। রিফাতের বাবা আবুল কালাম আজাদ জানান, তার ছেলে রিফাত ঢাকা যাত্রাবাড়ি এলাকায় একটি কওমী মাদ্রাসায় লেখাপড়া করে। এবার সে (রিফাত) দাওড়া পরিক্ষা দিয়েছে। ঈদের ছুটিতে বাড়িতে এসে গায়ে জ্বর দেখে গত শুক্রবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে টেস্ট করে ডেঙ্গু ধরা পড়লে সেখানে ভর্তি হয়। এখন পর্যন্ত রিফাত সেখানে চিকিৎসাধিন রয়েছে।