কাহালুবগুড়া জেলার সংবাদ
কালাই ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ করলেন ইউ পি চেয়ারম্যান হান্নান
কাহালু প্রতিনিধি এম এ মতিনঃ সোমবার বগুড়ার কাহালুর কালাই ইউনিয়ন পরিষদে অত্র ইউনিয়নের ১ হাজার ৫’শ ৭৮ জন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উল আযহা উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়। উক্ত চাল বিতরণ করেন কালাই ইউ পি চেয়ারম্যান মো. আবু তাহের সরদার (হান্নান)। এ সময় উপস্থিত ছিলেন কালাই ইউ পি সচিব গোলাম রব্বানী, ট্যাগ অফিসারের প্রতিনিধি আনোয়ার হোসেন, ইউ পি সদস্য আবু তালেব, আইনুল সরকার, বাচ্চু প্রামানিক, জামাল হোসেন, গোলাম মোস্তফা, নাছির উদ্দিন, আতিকুল ইসলাম, মাজাহার আলী শেথ, মজিবর রহমান, নাজমা বিবি, নমিতা রানী, নাজমা বেগম সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।