স্বাস্থ্য সুরক্ষায় ‘করোনা বুথ’
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি জিয়াউর রহমানঃ হাত বাড়ালেই ফ্রী মাস্ক। যে কেউ ব্যবহৃত পুরাতন মাস্ক সংরক্ষিত স্থানে রেখে নুতন মাস্ক নিতে পারবেন অনায়াশে। রয়েছে স্যানিটাইজার ব্যবস্থাও। চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে এই সেবা নিশ্চিত করতে বগুড়ার শাজাহানপুরে স্থাপন করা হয়েছে ‘করোনা বুথ’।
শাজাহানপুর উপজেলা পরিষদ চত্তরে সামাজিক সেবামূলক সংগঠন ‘নূরজাহান-ইয়াছিন’ ফাউন্ডেশনের উদ্যোগে এই করোনা বুথটি স্থাপন করা হয়। বুথটি স্থাপন করা হয়েছে উপজেলা পরিষদের মূল ফটকের পাশে।
রবিবার দুপুরে এই বুথ স্থাপনের উদ্ভোধন করেন উপজেলা নির্বাহি অফিসার আসিফ আহম্মেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোতারব হোসেন, নুরজাহান-ইয়াছিন ফাউন্ডেশনের নির্বাহি প্রধান সৈয়দ রিজভী আহম্মেদ ফারুক, প্রভাষক মোস্তাকিম হোসাইন প্রমূখ।
নুরজাহান-ইয়াছিন ফাউন্ডেশনের নির্বাহি প্রধান সৈয়দ রিজভী আহম্মেদ ফারুক জানান, এই করোনা বুথ থেকে উপজেলা পরিষদে সেবা নিতে আসা মানুষেরা সহজেই বিনা মুল্যে মাস্ক ও স্যানিটাইজার সুবিধা নিতে পারবেন। করোনা মহামারি থেকে উত্তরণ না হওয়া পর্যন্ত এই সেবা চালু থাকবে বলেও জানান তিনি।