শাজাহানপুর থানা পুলিশের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত
বগুড়া সংবাদ ডট কম (শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বগুড়ার শাজাহানপুর থানা পুলিশের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। থানার অফিসার ইনচার্জ আজীম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি দিলীপ কুমার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি ভিপি এম সুলতান আহম্মেদ। সেকেন্ড অফিসার এস.আই রামজীবন ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মান্নান ফকির, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাংবাদিক সাজেদুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা নীরেন্দ্র মোহন সাহা, উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক বাদশা আলমগীর, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান লিটন, ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জ প্রমুখ।