দুপচাঁচিয়ায় বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিকের মৃত্যু
দুপচাঁচিয়া প্রতিনিধি আবু রায়হানঃ দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় চাতালে কাজ করার সময় বয়লার বিস্ফোরণে দগ্ধশ্রমিক লালন হোসেন(৪০) নামের শ্রমিক সাতদিন পর গত শনিবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত লালন উপজেলা তালোড়া পৌর এলাকার দুবরা মহল্লার মৃত তফিজ উদ্দিনের ছেলে। তালোড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর শরিফুল আলম স্বাধীন লালনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গতঃ গত ১১জুলাই রোববার সকালে উপজেলার তালোড়ার স্বর্গপুর মহল্লার সাইফুল ইসলামের মালিকানাধীন মেসার্স সিদ্দিকুর রাইচমিল নামের চাতালে লালন সহ তিনজন শ্রমিক ধান সিদ্ধের কাজ করছিলেন। এসময় হঠাৎ বয়লার বিস্ফোরণ হলে লালনের সম্পূর্ণ শরীর দগ্ধ হয়ে গুরুতর আহত হন। দ্রুত তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।