শাজাহানপুরে জাতীয় শোক দিবস পালিত
বগুড়া সংবাদ ডট কম (শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান) :বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বগুড়ার শাজাহানপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্য ছিল রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বিশেষ মোনাজাত ও প্রার্থনা, ডকুমেন্টারী প্রদর্শন। উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, সরকারি-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ধরনের সংগঠন নানা আয়োজনে দিবসটি পালন করে। উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি দিলীপ কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম, ওসি আজীম উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার ফুয়ারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ, খরনা ইউপি চেয়ারম্যান জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সাজেদুর রহমান সাহিন, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফকির, সাংবাদিক সাজেদুর রহমান সবুজ, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুল্লাহ আল ফারুক, ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জ প্রমুখ।