ছাগলে বেগুন গাছ খাওয়ায় নিষেধ করায় যুবকের ঘুষিতে বৃদ্ধের মৃত্যু
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি জিয়াউর রহমানঃ বগুড়া শাজাহানপুরের পোয়ালগাছা গ্রামে ছাগলে বেগুন গাছ খাওয়ায় নিষেধ করায় যুবকের ঘুষিতে রমজান আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
নিহত রমজান আলী উপজেলার গোহাইল ইউনিয়নের পোয়ালগাছা বড়পাড়া গ্রামের মৃত পরশ উল্লাহর ছেলে।
শুক্রবার বেলা ৩টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পোষ্টমর্টেমের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতের ছেলে মাসুদ রানা জানান, শুক্রবার দুপুরে তিনি ও তার বাবা রমজান আলী তাদের বেগুন ক্ষেত থেকে বেগুন তুলছিলেন। এসময় পোয়ালগাছা ভাদাই পাড়ার সাজ্জাদ হোসেনের ছেলে শিবলু মিয়ার (২৫) ছাগল বেগুন ক্ষেতে ঢুকে বেগুন গাছ খেয়ে ফেলে। তখন ছাগল নিয়ে আসা শিবলুর মাকে নিষেধ করলে মা ক্ষিপ্ত হয়ে তার ছেলে শিবলুকে খবর দেয়। শিপলু ক্ষিপ্ত হয়ে এসে এলোপাথারি কিল ঘুষি মারলে তার বাবা অচেতন হয়ে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা এসে তার বাবাকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তার বাবাকে মৃত ঘোষণা করেন।
শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহহ আল মামুন জানান, মরদেহ উদ্ধার করে পোষ্টমর্টেমের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়া হয়েছে। এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।