কাহালুবগুড়া জেলার সংবাদ
ক্যান্সার রোগী সাদিকুলকে এককালিন অর্থ প্রদান করলেন কাহালুর উত্তরসূরী গ্রুপ
কাহালু প্রতিনিধি এম এ মতিনঃ শুক্রবার বিকেলে বগুড়ার কাহালু সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ফাজিল ২য় বর্ষের ছাত্র ও কাহালু সদর ইউনিয়নের কচুয়া গ্রামের সাদিকুল ইসলাম (ক্যান্সার রোগী)কে এককালিন নগদ ১০ হাজার টাকা প্রদান করেন কাহালুর উত্তরসূরী গ্রুপ (একটি স্বেচ্ছাসেবী সংগঠন)। উক্ত টাকা প্রদান করেন কাহালুর উত্তরসূরী গ্রুপের সভাপতি ও এডমিন আতিক মাহমুদ সহ গ্রুপের অন্যান্য সদস্যবৃন্দ। উল্লেখ্য যে, কাহালুর উত্তরসূরী গ্রুপের এডমিন ফেসবুক গ্রুপে ছেলেটির চিকিৎসার জন্য অর্থের আবেদন করলে কাহালুর প্রশাসন, সর্বসাধারণ লোক ও প্রবাসী কিছু লোকের থেকে উক্ত অর্থ উঠনো হয়।