বগুড়া সংবাদ ডট কম : ১৬/৩/২০১৮ তারিখের বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, স্বাধীনতা দিবস টি-২০ টুর্ণামেন্টের আজকের ১ম খেলায় নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল এন্ড কলেজ ৮উইকেটে করতোয়া মাল্ডিমিডিয়া স্কল এ- কলেজ কে পরাজিত করে। টসে জিতে করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ- কলেজ প্রথমে ব্যাট করে ২০ওভারে ৮উইকেট হারিয়ে ১১৩রান করে। দলের পক্ষে লিঙ্কন-৩৩(৪৫), সাকিবুল-১৬(১৩), রিয়াদুল-১৫(১৫) রান করে। প্রতিপক্ষের বোলার অপু-২টি, সাহাবাজ, আরিফ ও ফিরোজ-১টি করে উইকেট লাভ করে। জবাবে ব্যাট করতে নেমে নিশিন্দারা মাল্টিমিডিয়া কলেজ ১৩.২ওভারে ২উইকেটে ১১৪রান করে। দলের পক্ষে সাহাবাজ-৪৪(৩৩), ফিরোজ-৩৫(২০), সাব্বির-১০(১৯) রান করে। প্রতিপক্ষের বোলার- মেহেদী ও আহসান-১টিকরে উইকেট লাভ করে। খেলায় নিশিন্দারা ফকির উদ্দীন স্কুল এ- কলেজের সাহাবাজ ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। ম্যাচ পরিচালনা করে- জিতু, ওয়ালি। দিনের অপর খেলায় বিয়াম মডেল স্কুল এ- কলেজ ২ উইকেটে করোনেশন ইন্সটিটিউট এন্ড কলেজকে পরাজিত করে। টসে জিতে করোনেশন ইন্সটিটিউশন প্রথমে ব্যাট করে ২০ওভারে ৫উইকেট হারিয়ে ২৩৮রান করে। দলের পক্ষে ঝুমার-৫৬(৫১), সাহস-২৪(১৪), মিরাজুল ১৬(২৬) রান করে প্রতিপক্ষের বোলার আবির-২টি, নিশাদ আলিফ ও মিলন-১টি করে উইকেট লাভ করে। জবাবে ব্যাট করতে নেমে বিয়াম মডেল স্কুল এ- কলেজ ১৯.২ওভারে ৮উইকেটে ১৪২রান করে। দলের পক্ষে মিলন- ২৯(৪০), মিরাজ-২৪(২৭), নিশাদ- ১৬(১৫)রান করে। প্রতিপক্ষের বোলার- সাব্বির-৩টি, রাহি, পারভেজ, ঝুমার ও রবিউল-১টি করে উইকেট লাভ করে। খেলায় বিয়াম মডেল স্কুল এ- কলেজের মিলন ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। আজকের ম্যাচ পরিচালনা করে- রুহুল ও গৌরাঙ্গ। আগামীকালকের খেলায় অংশগ্রহণ করবে- নিশিন্দারা ফকির উদ্দীন স্কুল এন্ড কলেজ বনাম পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ এবং অপর খেলায় সরকারী শাহ সুলতান কলেজ বনাম বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ।