Breaking News

বগুড়ার শাখারিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অবৈধভাবে বালু উত্তোলনের সরঞ্জামাদী নদীতে নিক্ষেপ

বগুড়া সংবাদ ডটকম (মহাস্থান প্রতিনিধি এস আই সুমন) : বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের কাঠালতলা এলাকায় দীর্ঘদিন যাবৎ করতোয়া নদী থেকে বালু উত্তোলন করে কিছু অসাধু লোক। বালু উত্তোলন করার ফলে নদীর আশপাশের আবাদী জমিতে ভাঙ্গনের সৃষ্টি হয়। তখন ঐ ভূমিদস্যুরা জমির মালিকদের কাছ থেকে সল্প মূল্যে জমি ক্রয় করে অবৈধভাবে বালু উত্তোলন করে। এতে করে আশপাশের অন্যান্যদের আবাদী জমি গুলো ভেঙ্গে নদী গর্ভে বিলিন হয়ে যায়, যার ফলে জমির মালিকদের মাথায় হাত পরে । বালুদস্যুরা প্রভাব শালী হওয়ায় তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পাইনা কেউ। তাই তাদের বোবা কাঁন্না ছাড়া কোন উপায় থাকে না।
আবাদী জমি নদী গর্ভে বিলিন হওয়ায় সর্বশান্ত হয়েছে অনেকে।
সোমবার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল হাসান রুমি গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত নিয়ে কাঠালতলায় বালু উত্তোলনের পয়েন্টে অভিযান চালায়। ভ্রাম্যমান আদালতের অভিযানের সংবাদ পেয়ে বালুদস্যুরা বালু তোলার সরাঞ্জামাদী নিয়ে দ্রুত পালিয়ে যায়। ভ্রাম্যমান আদালত গিয়ে কয়েকটি পাইপ দেখতে পায় সে গুলো নদীতে ফিলে দিয়ে চলে আসে। এবং পরবর্তিতে তাদের এই অভিযান অব্যাহত রাখার ঘোষনা দেন। কেউ যদি আবার বালু উত্তোলন করে তাহলে তাদের কে আইনের আওতায় এনে সর্বচ্চ শাস্তি দেওয়া হবে বলে এলাকাবীকে আস্বাস্ত্য করেন।