Breaking News

নন্দীগ্রামে মহিলা ভাইস চেয়ারম্যানের পিতার ইন্তেকাল

বগুড়া সংবাদ ডট কম (নন্দীগ্রাম প্রতিনিধি মো: ফিরোজ কামাল ফারুক) : বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস লিপির পিতা আলতাফ আলী সরদার অসুস্থ্যজনিত কারণে গত সোমবার দুপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে…….রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় সাংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন, উপজেলা নির্বাহী অফিসার মোসা: শরীফুন্নেসা, উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম মন্ডল, ভাইস চেয়ারম্যান একে আজাদ, মেয়র কামরুল হাসান জুয়েল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহেদুর রহমান, সাধারন সম্পাদক আনিছুর রহমান, যুগ্ম-সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা, সমাজ সেবক নাজির হোসেন, জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান, সাধারন সম্পাদক বকুল হোসেন, দপ্তর সম্পাদক ফিরোজ কামাল ফারুক পৃথক পৃথক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।