Breaking News

বগুড়া সদরের মেঘাগাছা জামে মসজিদে বিশেষ আলোচনা ও দোয়ার মাহফিল

বগুড়া সংবাদ ডট কম (মহাস্থান প্রতিনিধি এস আই সুমন) : শুক্রবার বগুড়া সদরের রাজাপুর ইউনিয়নের মেঘাগাছা মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে বিশেষ আলোচনা ও দোয়ার মাহফিলে সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা। দোয়ার মাহফিলে তিনি বলেন, ইসলাম ধর্ম শান্তি ধর্ম, ইসলাম ধর্ম শিক্ষার মাধ্যমে মানুষ সত্য ও ন্যায়ের পথে পরিচালিত হয়,পাপ কাজ ও অন্যায় থেকে বিরত থাকে।তাই জনগণের শান্তি ও দূর্নীতি প্রতিরোধে ইসলাম ধর্ম শিক্ষা বিকল্প নেই।
এ সময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান, ফাঁপোড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক, অত্র মসজিদের সভাপতি আলীম মাষ্টার, ফাঁপোড় উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঃ হান্নান, ইউপি সদস্য আঃ জলিল, আবু বক্কর সিদ্দিক, আলহাজ্ব নবীর উদ্দিন, মহসিন আলী, হায়দার আলী, আবু সফিয়ান,সোহেল হোসেন, শহিদুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।