Breaking News

বগুড়া জেলার শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনাকে ক্রেস্ট প্রদান

বগুড়া সংবাদ ডট কম (মহাস্থান প্রতিনিধি এস আই সুমন) : ১১জুলাই বিশ্ব জন সংখ্যা দিবসে বিশেষ অবদান রাখায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা বগুড়া জেলার শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদে তাকে সম্মামনা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তারুন্নাহার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু, সমাজ সেবা কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা নির্বাহী প্রকৌশলী মোমিনুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল আলীম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল জব্বার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোরশেদ, সমাজ সেবা কর্মকর্তা আতাউর রহমান, মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা শফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা নাজিয়া শামস, কৃষি কর্মকর্তা রাহেলা পারভিন, খাদ্য নিয়ন্ত্রক ওমর ফারুক, সমবায় কর্মকর্তা কাজী ফাতেমাতুজ জহুরা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তানজিমা আখতার, এরুলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ মন্ডল, নিশিন্দারা ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সরকার, শাখারিয়া ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, নামুজা ইউপি চেয়ারম্যান এসএম রাসেল মামুন, নুনগোলা ইউপি চেয়ারম্যান আলীম উদ্দিন, লাহিড়ীপাড়া ইউপি চেয়ারম্যান মাফতুন আহম্মেদ, রাজাপুর ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান, গোকুল ইউপি চেয়ারম্যান সওকাদুল ইসলাম সরকার সবুজ, শেখেরকোলা ইউপি চেয়ারম্যান প্রভাষক কামরুল হাসান ডালিম, ফাঁপোড় ইউপি চেয়ারম্যান প্রভাষক মহররম আলী, সাবগ্রাম ইউপি চেয়ারম্যান আবু সালেহ নয়ন প্রমুখ।