Breaking News

যুবলীগ নেতার হাতে দুপচাঁচিয়ার তালোড়ায় আ’লীগ নেতা লাঞ্ছিত হওয়ার ঘটনায় আ’লীগের প্রতিবাদ সভা

বগুড়া সংবাদ ডট কম (দুপচাঁচিয়া প্রতিনিধি আবু রায়হান) : দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বিগত তালোড়া ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে অংশগ্রহনকারী তছলিম উদ্দিনকে রোববার উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ রাজুর হাতে লাঞ্ছিত হন। এ ঘটনায় তালোড়া ইউনিয়ন ও পৌর আ’লীগের উদ্যোগে সোমবার সন্ধ্যায় স্টেশন রোডস্থ দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি তছলিম উদ্দিনের সভাপতিত্বে ও তালোড়া পৌর যুবলীগের সভাপতি কাইয়ুম হোসেনের পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তালোড়া পৌর আ’লীগের সভাপতি আমিরুল ইসলাম বকুল। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাবেক সদস্য আনোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা কৃষকলীগের আহবায়ক আবু তাহের রানা, তালোড়া পৌর কৃষকলীগের সভাপতি সেকেন্দার আলী, ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি শামছুল হক প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা লাঞ্ছিতকারী যুবলীগ নেতার বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে তাঁকে দল থেকে বহিস্কারের দাবী জানান। উক্ত সভায় তালোড়া পৌর ও ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।