Breaking News

নন্দীগ্রামে ঘরের ভেতরে ট্রাক: ঘুমন্ত শিশু নিহত

বগুড়া সংবাদ ডট কম (নন্দীগ্রাম প্রতিনিধি মো: ফিরোজ কামাল ফারুক) : বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার বগুড়া-নাটোর মহাসড়কের ওমরপুর সড়কপাড়ায় আম বোঝাই ট্রাক ঘরে ঢুকে পড়েছে। এতে ওই ঘরে ঘুমন্ত অবস্থায় এক শিশুর মৃত্যু হয়। এঘটনায় ট্রাকটি আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
স্থানীয়রা জানান, গত রোববার রাত ১ টার দিকে আম বোঝাই (যশোর-ট-১১-১০৮৭) ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ওমরপুর সড়কপাড়া রাজু আহম্মেদের ঘরে ঢুকে পড়ে। এসময় ঘুমন্ত অবস্থায় রিতা খাতুন (১২) নামে এক শিশু কন্যার মৃত্যু হয়। সে হাটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। তবে তার বাবা-মা অল্পের জন্য প্রাণে বেঁচে যান। এপ্রসঙ্গে থানার এসআই খোকন চন্দ্র ভৌমিক জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে দূর্ঘটনার পরই চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।