Breaking News

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় শিক্ষকদের উপর হামলার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবীতে বগুড়ায় মানববন্ধন

বগুড়া সংবাদ ডট কম : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় শিক্ষকদের উপর হামলার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবীতে বগুড়ায় মানববন্ধন করেছে কলেজ শিক্ষকরা।
ইদের আগে বকেয়া বেতন ও বোনাস চাওয়ায় ফুলবাড়িয়া কলেজের নন এমপিও অনার্স শিক্ষকদের উপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বাংলাদেশ বেসরকারী কলেজ অনার্স-মাষ্টার্স শিক্ষক পরিষদ বগুড়া জেলা শাখার উদ্যোগে বগুড়া শহরের সাতমাথায় মানব বন্ধন কর্মসূচী পালিত হয়। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়। মানবন্ধনে অংশ নেন কাহালু ডিগ্রী কলেজের শিক্ষক হেলাল উদ্দিন, মহাস্থান মাহী সওয়ার ডিগ্রী কলেজের সুলতান মাহমুদ, মনিরুল ইসলাম, মোজাম্মেল হক, আব্দুল লতিফ, মামুনুর রশিদ, রাজু আহমেদ, আব্দুর রাজ্জাক, আব্দুন নূর প্রমুখ।