Breaking News

বগুড়ায় র‌্যাংগ্স ইন্ডাস্ট্রিজ লিঃ -এর মেগা গিফট 32″ TOSHIBA LED TV হস্তান্তর

বগুড়া সংবাদ ডট কম : তোশিবা ও স্যামসাং-এর স্বনামখ্যাত ডিস্ট্রিবিউটর, বাংলাদেশে কনজ্যুমার ইলেক্ট্রনিক্স-এর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান র‌্যাংগস ইন্ডাস্ট্রিজ লিঃ-এর ঈদ-উল ফিতর ক্যাম্পেইন Cool Summer অফারের ৫টির একটি মেগা গিফ্ট ৩২” TOSHIBA LED TV। এক অনাড়ম্বর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী নুরুল ইসলামের হাতে সরাসরি টিভি’টি তুলে দেন বগুড়া চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট জনাব মাসুদুর রহমান মিলন এবং কোম্পানির আঞ্চলিক প্রধান জনাব এম আর সিদ্দিক লেমন। ঈদ ক্যাম্পেইন চলাকালীন সময়ে জনাব নুরুল ইসলাম র‌্যাংগস তোশিবা’র বগুড়া আউটলেট থেকে একটি তোশিন এসি কিনে উক্ত টিভি’টি জিতে নেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ম্যানেজারসহ শোরুমের স্থানীয় কর্মকর্তাগণ।