Breaking News

বগুড়ার মহাস্থানে ওয়ালটন শোরুমে রহস্যজনক চুরি সংঘঠিত

বগুড়া সংবাদ ডট কম (মহাস্থান প্রতিনিধি এস আই সুমন) : বগুড়ার মহাস্থান বাসস্ট্যান্ডে শনিবার দিবাগত গভীর রাতে আলহাজ জাহেদুল ইসলামের ওয়ালটন শোরুম রহস্য জনক চুরি সংগঠিত হয়েছে।
শোরুমের প্রোঃ আলহাজ্ব জাহেদুল ইসলাম ও তার ছেলে আবু হাসনাত হিরু জানান, প্রতি দিনের ন্যায় শনিবার রাত ১০টায় দোকান বন্ধ করে তারা বাড়ীতে চলে যায়,গভীর রাতে চোরেরা শোরুমের পিছনের ওয়ালের ইট খুলে প্রথমে স্টোর রুমে ঢুকে শোরুমের পিছনের দরজা খুলে শোরুমের ভিতরে ঢুকে মোবাইলের সোকেস ভেঙ্গে ৪৩টি মোবাইল, একটি ল্যাবটপ ও একটি গ্যাসের চুলা নিয়ে যায়। যাবার সময় বাহিরে গ্যাসের চুলা ও মোবাইলের প্যাকেট ফেলে যায়। পরের দিন সকালে পাশের দোকানের লোকজন শোরুমের পিছনে গ্যাসের চুলা ও মোবাইলের প্যাকেট দেখতে পেয়ে শোরুমের মালিককে খবর দিলে, শোরুমের মালিক এসে পিছনের ওয়ালের ইট খুলে চুরির ঘটনা দেখে শিবগন্জ থানা পুলিশকে জানালে শিবগন্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। শোরুম মালিক জানায় আনুমানিক ৩ লক্ষ টাকার জিনিষ চোরেরা নিয়ে গেছে। তিনি আরও জানান ঘটনাটি রহস্য জনক। কারন বাহির থেকে ইট খুল্লে ইট ভিতরে পরতো। কিন্তু ইট পরেছে বাহিরে।