Breaking News

বগুড়ায় সাইক গ্রুপের শিক্ষার্থীদের নবীন বরন ও সংবর্ধনা অনুষ্ঠিত

bogra-4-04-12-2016

বগুড়া সংবাদ ডট কম : “তৈরী করব স্বাস্থ্য কর্মী দক্ষ, সেবাই আমাদের মূল লক্ষ্য” এই স্লোগান কে সামনে রেখে প্রতি বছরের ন্যায় সাইক গ্রুপ অব মেডিকেল ইন্সটিটিউশনস বগুড়া ক্যাম্পাসের আয়োজনে রবিবার বগুড়া শহীদ টিটু মিলনায়তনে শিক্ষার্থীদের নবীন বরন ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সাইক গ্রুপ অব ইন্সটিটিউশনস এর পরিচালক ফারহানা ইয়াছমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আই.এইচ.টি বগুড়ার অধ্যক্ষ ডা: সাদেকুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তর সংযুক্ত ম্যাটস বগুড়ার সহকারী পরিচালক ডা: গুলনাহার বানু, আনোয়ারা ম্যাটস দিনাজপুর এর পরিচালক ডা: মুশফিকুর রহমান, সাইক জেনারেল হাসপাতাল এর পরিচালক রুহুল কুদ্দুস খন্দকার সহ অনেকে।
বক্তরা তাদের বক্তব্যে বর্তমানে স্বাস্থ্য বিভাগের উন্নয়নে সরকারের ভূয়সী প্রশংসার পাশাপাশি বেসরকারী খাতের ভূমিকাকেও গুরুত্ব দেন সেই সাথে সাইক গ্রুপ অব ইন্সটিটিউশনস এর বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করেন।
নবাগত শিক্ষার্থীদের নবীন বরন ও সংবর্ধনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর মাধ্যমে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি হয়েছে। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ ড: এশা রেজওয়ানা ও প্রশাসনিক কর্মকর্তা আশাদুল ইসলাম।