Breaking News

বগুড়ায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

bogra-2-04-12-2016

বগুড়া সংবাদ ডট কম : বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়ায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয় হতে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফিরে আসে। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুফিয়া নাজিম। তিনি তার বক্তব্য বলেন, সরকারের পাশাপাশি দেশের উন্নয়নে বেসরকারী সংস্থা সমূহের অনেক অবদান রয়েছে। সরকারের ভিষন ২০২১ লক্ষ্য অর্জনে সকলকে আরও ঐক্যবদ্ধ হয়ে আন্তরিকতার সহিত কাজ করতে হবে। সভায় আরও বক্তব্য রাখেন, গ্রামীণ আলো সংস্থার নির্বাহী পরিচালক ফেরদৌসী বেগম, পিইউপির নির্বাহী পরিচালক আবু হাসনাত খসরু, এসএসডব্লিউর নির্বাহী পরিচালক টিপু সুলতান, গ্রামীণ আলো সংস্থার এইচআর এন্ড এ্যাডমিন অফিসার আবুল কালাম আজাদ, গ্রাম উন্নয়ন ধারার নির্বাহী পরিচালক হাফিজার রহমান, ধর্মপুর সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শ্রী বিরেন্দ্র নাথ প্রাং ও অন্যান্য প্রমূখগণ। এসময় আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলার সহযোগী সংস্থা সমূহের নির্বাহী পরিচালক, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। সভায় বক্তাগন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের মাধ্যমে বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম, অগ্রগতি ও উল্লেখযোগ্য বিষয় সমূহ নিয়ে আলোচনা করেন।