Breaking News

সরকারের উন্নয়নের চিত্র গণমাধ্যমে তুলে ধরতে হবে -ইউএনও শাফিউল

z-pic2-04-12-2016

বগুড়া সংবাদ ডট কম (শাজাহানপুর, বগুড়া জিয়াউর রহমান) : জাতীয় আয়, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, বিদ্যুৎ, তথ্য-প্রযুক্তি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের সফলতা অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে গণমাধ্যমে সাংবাদিকদের তুলে ধরতে হবে। পাশাপাশি দেশের সার্বিক উন্নয়নকে ত্বরান্মিত করতে সকলকে এক সাথে কাজ করতে হবে।
সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে রোববার সকালে বগুড়ার শাজাহানপুরে স্থানীয় সাংবাদিকগণকে নিয়ে জেলা তথ্য অফিসের আয়োজনে এবং শাজাহানপুর উপজেলা প্রশাসনের সহায়তায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. শাফিউল ইসলাম উপরোক্ত কথা গুলি বলেন। এসময় জেলা সিনিয়র জেলা তথ্য অফিসার মজিবর রহমান, সহকারি জেলা তথ্য অফিসার আব্দুর রহিম সহ স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।